Source: http://risingnews24.com/news/details/%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%9C%E0%A6%AE-%E0%A6%95%E0%A6%BF-%E0%A6%8F%E0%A6%AC%E0%A6%82-%E0%A6%95%E0%A7%80%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87-%E0%A6%8F%E0%A7%9C%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87%E0%A6%A8
যুক্তরাষ্ট্রে গ্রাজুয়েট স্কুলে গবেষণা করতে গেলে সবাইকে একটা প্রিলিমিনারি কোর্স পড়তে হয়। এটাকে ’কোলাবরেটিভ ইনস্টিটিউশনাল ট্রেইনিং ইনিশিয়েটিভ’ কিংবা সংক্ষেপে ‘সিআইটিআই প্রোগ্রাম’ বলে। এই প্রোগ্রামের প্রথম চ্যাপ্টারটাই হচ্ছে প্ল্যাজারিজম। এই চ্যাপ্টারে একটা কেস স্টাডি পড়েছিলাম। সেটি এ রকম: ধরুন, আপনি কোনো সেমিনারে গিয়ে কোনো একজন বক্তার বক্তব্য শুনছেন। অথবা কফি শপে বসে কয়েকজন বন্ধুর সাথে গল্প করছেন। সেমিনারে বক্তব্য শুনতে শুনতে অথবা কফি শপে গল্প করতে করতে আপনার মাথায় একটা গবেষণার আইডিয়া এলো। ওই বক্তার বক্তব্য না শুনলে কিংবা আপনার বন্ধুদের সাথে গল্প না করলে হয়তো ওই আইডিয়াটা আপনার মাথায় আসতো না। পরবর্তী সময়ে ওই আইডিয়া নিয়ে আপনি কোনো গবেষণা করলেন এবং তা প্রবন্ধ আকারে ছাপানোর জন্য কোথাও পাঠালেন। এ ক্ষেত্রে একাডেমিক সততা হচ্ছে, সেই প্রবন্ধে ওই বক্তা কিংবা আপনার বন্ধুকে ক্রেডিট দেওয়া। হতে পারে ওই গবেষণায় কিংবা প্রবন্ধ লেখার কাজে তাদের বিন্দুমাত্র অংশগ্রহণ ছিল না। কিন্তু যার কথা শুনে আইডিয়াটা আপনার মনের জাগ্রত হয়েছে তাকে ক্রেডিট দেওয়াটা একাডেমিক সততা। আর যদি ক্রেডিট না দেন তাহলে আপনি ‘প্ল্যাজারিজম’ করলেন। অর্থাৎ আইডিয়া চুরি করলেন যেটা হয়তো কেউ জানলোও না।