সমস্যার সমাধানে জনগণের সচেতনতার পাশাোশি সরকারের পক্ষ থেকেও প্রয়োজনীয় পদক্ষেপ প্রয়োজন বলে মনে করেন ২০০৬ সালের তত্ত্বাবধায়ক সরকারের এই উপদেষ্টা।
বৃহস্পতিবার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে আয়েশা আবেদ লাইব্রেরি ও ইন্টারনেটভিত্তিক চৌর্যবৃত্তি সনাক্তকারী প্রতিষ্ঠান ‘টার্নইটইন ইন্ডিয়া’ এর ব্যবস্থাপনায় আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে অংশ নেন আকবর আলি।
অনুষ্ঠানে শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানে নৈতিকতা বৃদ্ধি ও সদাচরণ, সমাজের প্রতি দায়বদ্ধ থেকে মানসম্মত গবেষণা প্রস্তুতসহ প্রযুক্তিগত সহায়তায় চৌর্যবৃত্তি বন্ধের কৌশল নিয়ে আলোচনা হয় বলে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ব্র্যাক স্কুল অব ল’র ডিন অধ্যাপক কে শামসুদ্দিন মাহমুদ বলেন, বাংলাদেশে গবেষণা চুরি সংক্রান্ত বিষয়ে আইনের সুস্পষ্ট নীতিমালা না থাকা ও দুর্বল পর্যবেক্ষণের কারণে শাস্তি প্রদান করা কঠিন হয়ে পড়ছে। গবেষণার ক্ষেত্রে পেটেন্ট এর ওপর আরও গুরুত্ব দেওয়া প্রয়োজন।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য এস এন কৈরি, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইকোনমিক্স অ্যান্ড সোশাল সায়েন্সের অধ্যাপক এটিএম নুরুল আমিন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ‘সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিস’র (সিপিজে) এক্সিকিউটিভ ডিরেক্টর মনজুর হাসান, গ্রীন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক মো. গোলাম সামদানী ফকির অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
Source : https://m.bdnews24.com/bn/detail/bangladesh/1549288?fbclid=IwAR1YxLvNsM1S6fmg5q2c40I91MD7JofLSlT2zaDim9gnixB35It_wpvPAPY